
ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরেও কিছু কিছু জায়গায় বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম সোমবার (১২ মে) আয়োজিত এক প্রেস ব্রিফিং এ বলেন, ‘আমার মনে হয় পুরো আমাদের সমাজ, আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো, সবাই এটি গ্রহণ করে নিয়েছে। আমরা যেই ডিসিশনটা নিয়েছি সেটা ইউনিভার্সালি এক্সেপ্টেড হয়েছে। দুই একটা ছোটখাটো আন্দোলন হতে পারে। তবে সমস্ত বড় বড় দলগুলো সবার যেই সিদ্ধান্ত এসেছে সেটা ইউনিভার্সালি এক্সেপ্টেড হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশেও সাংবাদিকতার অসফলতা আছে। এগুলোই আমরা জানতে চাই। গত ১৫ বছরে সাংবাদিকতা কেমন হয়েছে তা রিভিউয়ের আবেদন জানাবো। তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট এনে ইনভেস্টিগেট করবে।’
উল্লেখ্য, শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, দলটির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের আওতায় সম্পন্ন হবে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত থাকবে।
মুমু