ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভারতের অত্যাধুনিক রাফাল: পাকিস্তানের কাছে কেন খুব সহজে ধরাশায়ী?

প্রকাশিত: ০৭:২৩, ৮ মে ২০২৫

ভারতের অত্যাধুনিক রাফাল: পাকিস্তানের কাছে কেন খুব সহজে ধরাশায়ী?

ছবি: প্রতীকী

২০২৫ সালের এপ্রিলে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে ওঠে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষের হার বহুগুণ বেড়ে যায়। ২২ এপ্রিল পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয় ২৬ জন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে।

এর জবাবে ৬ মে দিবাগত রাতে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’, রাফাল যুদ্ধবিমান থেকে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি স্থানে আঘাত হানে।

পাকিস্তান দাবি করে, ওই রাতেই তাদের বিমান বাহিনী ভারতের তিনটি রাফায়েল, একটি সুখোই সু-৩০, এবং একটি মিগ-২৯ ভূপাতিত করেছে। এ দাবি রাফালের অজেয় ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, ২৯ ও ৩০ এপ্রিল চারটি রাফায়েল আম্বালা ঘাঁটি থেকে উড্ডয়ন করে সীমান্তের দিকে এগোয়। পাকিস্তান এদের হুমকি হিসেবে দেখে কারণ স্পাইস-২০০০ ক্ষেপণাস্ত্র ২০০ কিমি দূর থেকে আঘাত হানতে পারে।

পাকিস্তান জানায়, তাদের J-10C এবং JF-17 ব্লক ৩ জেট, PL-15 ক্ষেপণাস্ত্র এবং চীনের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম মিলে রাফালকে কোণঠাসা করে। ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা রাফালের যোগাযোগ এবং রাডার সিস্টেম স্পেক্ট্রাকে অকেজো করে দেয়।

ফলে কিছু রাফাল শ্রীনগরে জরুরি অবতরণে বাধ্য হয়। দাবি করা হয়, রাফাল ভূপাতিত হয় বাহাওয়ালপুরের কাছে। এই ঘটনায় Dassault Aviation এর শেয়ার পড়ে যায় ৬%।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে নীরব। তবে গোপন সূত্রে জানা যায়, রাফালের স্পেক্ট্রা সিস্টেম রুশ ও চীনা রাডারের বিরুদ্ধে কার্যকর হলেও পাকিস্তানের নতুন জ্যামিং প্রযুক্তির কাছে ব্যর্থ হয়েছে। এখন ভারত স্ট্রা এমকেট ক্ষেপণাস্ত্র এবং লেজার-ভিত্তিক প্রতিরক্ষা উন্নয়নে জোর দিচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী, যিনি পেহেলগাম হামলার পরে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেন, এখন রাজনৈতিক চাপে। রাফাল ছিল ভারতের প্রতিরক্ষা শক্তির প্রতীক। কিন্তু সেই প্রতীক যদি ভেঙে পড়ে? কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও মোদী পদক্ষেপ নেননি।

রাফালের পতন কি ভারতের প্রযুক্তিগত দুর্বলতা, চীনের ভূমিকা কি শুধু প্রযুক্তি সরবরাহে, নাকি এটি মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তারের প্রয়াস—এসব প্রশ্নের উত্তর মিলেনি এখনো।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=pLjlauNOT74

রাকিব

×