ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কেবল একটি সরকারের পতন চাইনি, চেয়েছি নতুন রাজনৈতিক চুক্তি: ভারতীয় গণমাধ্যমকে নাহিদ ইসলাম

প্রকাশিত: ০২:৫২, ৮ মে ২০২৫; আপডেট: ০২:৫৩, ৮ মে ২০২৫

আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কেবল একটি সরকারের পতন চাইনি, চেয়েছি নতুন রাজনৈতিক চুক্তি: ভারতীয় গণমাধ্যমকে নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক ও নতুন বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নিয়ে ভারতীয় গণমাধ্যম 'দ্য উইক' এবং বাংলাদেশি গণমাধ্যম 'চ্যানেল ২৪' এর  সাথে সাক্ষাৎকার দিয়েছেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারতীয় গণমাধ্যম 'দ্য উইক' দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কেবল একটি সরকারের পতন চাইনি, আমরা চেয়েছি নতুন রাজনৈতিক চুক্তি, নতুন সংবিধান, অর্থনৈতিক সংস্কার এবং প্রকৃত গণতন্ত্র।

তিনি আরও বলেন, ভারত স্পষ্টভাবে হাসিনা শাসনকে সমর্থন করেছে। তারা বহুবার বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারত শুধু আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রকে উপেক্ষা করেছে। কিন্তু এখন তাদের বাংলাদেশ নীতি পুনর্বিবেচনা করতে হবে।

সূত্রঃ https://www.facebook.com/share/p/1Gb9JJbXJg/

ইমরান

×