
ছবি: সংগৃহীত
গতকাল পাকিস্তানের পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাকিস্তানও ভারতের অত্যাধুনিক রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে।
পাকিস্তানের চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে নানা স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলোর মধ্যে অধিকাংশই ভুয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।
সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়, সেটি পাকিস্তানের শিয়ালকোটে চালানো ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য।
তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই ভিডিওটি গত মার্চে মুম্বাইয়ে ঘটে যাওয়া একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনার দৃশ্য। তবে ভিডিওটি ভুয়াভাবে পাকিস্তানের শিয়ালকোটের ঘটনা হিসেবে ছড়ানো হয়েছে।
শুধু এই ভিডিওই নয়, শিয়ালকোটকে ঘিরে ইতিমধ্যে আরও বেশ কিছু ভুয়া ছবি ও তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে।
সূত্র: রিউমর স্ক্যানার
রাকিব