ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

‘অন্তবর্তী সরকারের প্রথম সংস্কার হওয়া উচিত ছিল আ. লীগ নিষিদ্ধ করা’

প্রকাশিত: ১০:১৫, ১০ মে ২০২৫

‘অন্তবর্তী সরকারের প্রথম সংস্কার হওয়া উচিত ছিল আ. লীগ নিষিদ্ধ করা’

ছবি: সংগৃহীত

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন দেশের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রকাশিত মতামতগুলোতে ক্ষোভ ও দীর্ঘদিনের বঞ্চনার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

একজন নাগরিক বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। কারণ এ সরকারের প্রথম সংস্কারই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা চাই সরকার তার প্রথম প্রতিশ্রুত সংস্কারটা বাস্তবায়ন করুক—এই দলটিকে নিষিদ্ধ করুক।"

আরেকজন অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগ ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত যে ভূমিকা রেখেছে তা ভয়াবহ। হত্যা, গুম, লুটপাটের মাধ্যমে তারা দেশের রাজনীতিকে কলুষিত করেছে। সুস্থ রাজনৈতিক ধারায় ফিরতে হলে, ফ্যাসিবাদী এই দলটিকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই।"

তৃতীয় একজন বলেন, "আওয়ামী লীগকে চিরতরের জন্য নিষিদ্ধ করতে হবে। তারা গত ১৭ বছরে ইসলামপন্থী, দাড়ি-টুপিওয়ালা, ইসলামের পক্ষে কথা বলা মানুষদের গুম, নির্যাতন ও দমন করেছে। এসব দোসরদের ছাড় দেওয়া যাবে না।"

সাধারণ মানুষের এমন বক্তব্য দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব দাবি সরকার ও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।

 

সূত্র: https://www.facebook.com/watch/?v=1039351781024220&rdid=W2u38AlElRUCj6YN

এএইচএ

আরো পড়ুন  

×