
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিসহ তিন দফা দাবি নিয়ে আজ শনিবার সারাদেশে গণজমায়েত কর্মসূচি পালন করছে ‘জুলাই ঐক্য’ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে কেন্দ্রীয় গণজমায়েতের ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সময় দেশের বিভাগীয় শহরগুলো এবং ‘জুলাই আন্দোলনের’ গুরুত্বপূর্ণ স্পটগুলোতেও গণজমায়েত অনুষ্ঠিত হবে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম হওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহে কাজ করা সংগঠন ‘রেড জুলাই’ একটি ফেসবুক পোস্টে সকলকে অনুরোধ জানিয়েছে, যাতে কেউ হাইওয়ে কিংবা সাধারণ রাস্তা অবরোধ না করেন। পোস্টে বলা হয়, “আমরা মানুষের ভোগান্তি চাই না। জেলাগুলোতে গণজমায়েত করুন।”
আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে জনগণের দাবি তুলে ধরা এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে একটি স্বতঃস্ফূর্ত জনমত গড়ে তোলা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।
এএইচএ