ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী অপু গ্রেফতার

শামীম রায়হান,নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ১৪:২৩, ১০ মে ২০২৫; আপডেট: ১৪:২৪, ১০ মে ২০২৫

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী অপু গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী অপু সরকার (২৬) কে মাদকসহ গ্রেফতার করে৷

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অপু সরকার শহীদনগর এলাকার ভাগলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অপু সরকারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী৷

শনিবার(১০ মে) সকাল ৮টায় উপজেলার শহীদনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ  অভিযানে মাদক ব্যবসায়ী অপু সরকার (২৬) কে মাদকসহ গ্রেফতার করা হয়৷

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী জানান,তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় জনগণ যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
 

আলীম

×