
ছবি: প্রতীকী
পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার তিনি দেশটির পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের জানান, পাকিস্তান সংযম দেখালেও ভারতের হামলায় অংশ নেওয়া পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।
‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযানে মঙ্গলবার দিবাগত রাত ১টার পর পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থাপনায় আঘাত হানে ভারত। এতে অন্তত ৩১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার মূল লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তইয়্যেবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদ (জেইএম)-এর প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়া, পাঞ্জাবের ভাওয়ালপুরে জেইএম-এর ঘাঁটি এবং মুরিদকে শহরে এলইটি-এর ঘাঁটিসহ মোট নয়টি স্থাপনায় হামলা চালানোর দাবি তাদের।
তবে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর, মুরিদকে এবং আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ, বাগ ও কোটলিতে আঘাত হানে। ভারত বেসামরিক স্থাপনা, মসজিদ ও মাদরাসা নিশানা করে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাকিস্তান কর্তৃপক্ষের।
রাকিব