
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ বাজি, বাসমতি চাউলসহ অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করেছে।
রবিবার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়ীয়ার সীমান্তবর্তী হাকড়, মজলিসপুর ও গুসাইপুর এবং কুমিল্লার সীমান্তবর্তী এলাকা পুটিয়া, হায়দ্রাবাদ, খিরনাল, বাল্লাক ও জামবাড়ী নামক স্থান হতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ ৫৮,৪১,৮৯০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে- ৫৫,০৮০ পিস ভারতীয় বাজি, জিরা, বাসমতি চাউল, চা-পাতা, চকলেট ইত্যাদি এবং মাদকদ্রব্য-গাঁজা, হুইস্কি, বিয়ার ও ইস্কাফ সিরাপ। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।
সজিব