
ফুলেল ভালোবাসা ও কেক কাটার মতো এক জমকালো আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে সম্প্রতি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী সুমাইয়া আক্তার নাহী এবং সাজেদা আক্তার ও নিউইয়র্ক থেকে আগত দেলোয়ার হক, সাজেদা আক্তার হকের মিশিগান আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান ও ভোজন পার্টি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ওই মেধাবী তরুণী সুমাইয়া আক্তার নাহী গত ২ মে ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এতে তার বাবা-মা, আত্মীয়-স্বজনসহ প্রবাসী বাংলাদেশিরা বেজায় আনন্দিত হন।
সুমাইয়ার এমন সাফল্যের খবর চাউর হলে নিউইয়র্ক, মিশিগান জুড়ে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।আর এমন একটি সাফল্য ভবিষ্যতের স্মৃতিময় পাতায় ধরে রাখা ও দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি স্টুডেন্টদেরকে উচ্চ শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে চন্দন, শনিবার দুপুরে মিশিগানের হেমট্রামিক সিটিস্থ আলাদ্দীন রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট-এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন।
কমিউনিটি ব্যক্তিত্ব মো. শরীফ উদ্দিন শামীম ও সেলিম আহমদের যৌথ তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সুমাইয়া আক্তার নাহীকে ফুলেল ভালোবাসায় সিক্ত করার পাশাপাশি সৌন্দর্যমণ্ডিত কেকও কাটা হয়। শুরু হয় একের পর এক ফটোসেশন ও সেলফি তোলার মতো এক আনন্দঘন পরিবেশ। এতে মিশিগানে বসবাসরত আমন্ত্রিত বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
এ সময় সুমাইয়া গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় সকলেই তাকে নিয়ে আলাপচারিতায় লিপ্ত হন এবং পুরো রেস্টুরেন্ট মাতিয়ে তোলেন আনন্দ-উল্লাসে—যা সকল বাংলাদেশি মেধাবী স্টুডেন্টদের জন্য অনুকরণীয়।
শেষে সকলেই ভূরিভোজে অংশ নেন।
আফরোজা