
ছবি: দৈনিক জনকন্ঠ
চরের মানুষের জীবন মান উন্নয়নে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সমাবেশ ও মানববন্ধন।
রবিবার (১১ মে) কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়ির হাটের তিস্তা বাঁধ এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, রাজারহাট উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী বাসেত সরকার বিপ্লব, সদস্য সচিব শহিদুর রহমান খোকন সহ অন্যরা।
বক্তারা বলেন, ‘বাংলাদেশে ৩২ জেলার ১০০টি উপজেলা চরের মধ্যে রয়েছে। চরে বাস করে প্রায় ১কোটি লোক। অতিসত্বর চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করে দারিদ্র্য বিমোচন করা সম্ভব।’
মিরাজ খান