
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে নারীদের জন্য বা অন্য যে কোন জনগোষ্ঠীর জন্য ইসলাম বিরোধী কোন আইন/ সংস্কার মানে নেয়া যায় না।
আজ ১১ মে (রবিবার) নিজের ফেসবুক পেজের একটি পোস্টে এসব কথা বলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
তিনি আরো লিখেন, যারা আল্লাহ, কেয়ামত, আখেরাত, বেহেশত-দোযখে বিশ্বাস করেন, বেহেশতে যাবার আশা করেন, হাদীস অনুযায়ী এটা সকলের ঈমানী দায়িত্ব যে, ইসলামী বিরোধী যে কোন প্রচেষ্টা :
১। সক্ষমতা থাকলে রুখে দেয়ার;
২। না হলে প্রতিবাদ করার; আর,
৩। তা-ও সম্ভব না হলে অন্তর থেকে ঘৃণা করার।
তিন নম্বরটা ঈমানের সর্বনিম্ন স্তর। আসুন, আমাদের ১ নম্বরটার সক্ষমতা না থাকলে অন্তত জোর গলায় দুই নম্বরের দায়িত্বটা পালন করি।
ফারুক