
ছবিঃ সংগৃহীত
ভারত স্পষ্টভাবে হাসিনা শাসনকে সমর্থন করেছে এবং বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক ও নতুন বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য উইক এবং বাংলাদেশি গণমাধ্যম চ্যানেল ২৪-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
দ্য উইক-এ দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “ভারত স্পষ্টভাবে শেখ হাসিনার শাসনকে সমর্থন করেছে। তারা বহুবার বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
তিনি আরও বলেন, “ভারত কেবল আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রকে উপেক্ষা করেছে। কিন্তু এখন তাদের বাংলাদেশ নীতি পুনর্বিবেচনা করতে হবে।”
ইমরান