ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বেগম জিয়া কেবল বিএনপির নয়, এখন তিনি দেশের সম্পদ : আজিজুল বারী হেলাল

প্রকাশিত: ১৪:২৫, ৮ মে ২০২৫; আপডেট: ১৪:২৬, ৮ মে ২০২৫

বেগম জিয়া কেবল বিএনপির নয়, এখন তিনি দেশের সম্পদ : আজিজুল বারী হেলাল

ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক এক টকশোতে অংশ নিয়ে বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন এই দেশই তার ঠিকানা। তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন, এটিই স্বাভাবিক।”

তিনি বলেন, “বেগম জিয়ার মাতৃত্বের মানে হলো, তিনি দেশের জনগণকে নিজের হৃদয়ে ধারণ করেন। ১৯৮২ সাল থেকে তার রাজনৈতিক নেতৃত্ব, ব্যক্তিত্ব ও ভাষার শালীনতা আমাদের কাছে অনুকরণীয়।”

তিনি দাবি করেন, “২০১৪ সালে নির্বাচন বয়কট করে বেগম জিয়া রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। আমরা ২০১৮ সালে যা দেখেছি, তা তিনি ২০১৪ তেই বুঝেছিলেন।”

হেলাল বলেন, “যারা বলেন বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, তারা ভুল বলছেন। আমাদের দলের নেতৃত্ব স্পষ্ট, এবং বেগম জিয়ার ফিরে আসা সেই চেইন আরও মজবুত করবে।”

তিনি আরও বলেন, “আমাদের দল এখন ডেমোক্রেটিক পদ্ধতিতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করছে। পত্রপত্রিকায় নজর দিলে সেটা পরিষ্কার হবে। তবে আশরাফ ভাই যেটা বলেছেন—ক্রিমিনালাইজেশন, সেটা একটা বাস্তব সমস্যা। আমরা সেটা স্বীকার করি এবং তা ঠেকাতে দলীয় উদ্যোগও নিচ্ছি।”

যৌথ নেতৃত্ব বনাম একক নেতৃত্ব প্রসঙ্গে হেলাল বলেন, “দলের ভেতরে নেতৃত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও মূল বিষয় হলো—সমস্যা যত কম নেতৃত্বে ভাগ হবে, সমাধানও তত দ্রুত আসবে।”

তথ্যসূত্রঃ https://youtu.be/nPmI8sBw1xg?si=o5Ce9UWgWmvmdvFP

মারিয়া

×