
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে আজ ৮ মে, বৃহস্পতিবার রাত ৮টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবি তোলা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছে যে, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়ে চলে যান।
আয়োজকরা উপদেষ্টাদের জবাবদিহিতা দাবি করেছেন এবং ফ্যাসিবাদী শক্তির প্রতি সুরক্ষা দেওয়া, বিশেষ করে আব্দুল হামিদের মতো ব্যক্তির পালিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
সময়সূচী:
সময়: ৮ মে, বৃহস্পতিবার রাত ৮টা
জমায়েত স্থান: রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
আয়োজনে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ
আবীর