
ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্বর্ণবাজারে একদিনের ব্যবধানে বড় পরিবর্তন এসেছে। ২২ ক্যারেট সোনার ভরিতে ৩ হাজার টাকারও বেশি কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৮ মে) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা। নতুন এই মূল্য শুক্রবার (৯ মে) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য ক্যারেটের সোনার দামও কমেছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ১ লাখ ৬৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ২৬৭ টাকা।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৬ মে সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা করা হয়েছিল।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের মন্দাভাব এবং ডলারের বিনিময় হারে সাম্প্রতিক স্থিতিশীলতা—দেশীয় বাজারে স্বর্ণের দাম হ্রাসের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসএফ