
ছবিঃ সংগৃহীত
ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীরের সীমান্তবর্তী শহরগুলো গভীর সংকটে পড়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা বাড়ানোর সঙ্গে সঙ্গে কাশ্মীরিরা তাদের জীবনের মূল্য দিতে হচ্ছে। পুঞ্চ জেলার একটি বাড়ি যে দিন মাটিতে পতিত হয়েছে, তার মধ্যে দিয়ে এক নারী কাঁদতে কাঁদতে বলেন, ‘এটি এক দুঃখজনক দুর্ঘটনা।’
কিন্তু বাস্তবে, এটি কেবল একটি দুর্ঘটনা নয়; এটি এক বিভীষিকার চিত্র। গত ৭ মে থেকে পাকিস্তানের গুলিবর্ষণে পুঞ্চে ১১ জন নিহত হয়েছে, এবং এতে একদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্রের প্রতিশোধ, অন্যদিকে পাকিস্তানের হামলা শহরগুলোতে ব্যাপক ক্ষতি সৃষ্টি করছে। শাহীপুর, মঙ্কোট এবং কৃষ্ণঘাটির মতো পুঞ্চের গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা বলছেন, ‘আমরা যুদ্ধ চাই না,’ কিন্তু পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গেছে। ‘এই যুদ্ধ আমাদের ওপর চাপানো হয়েছে,’ বলে জানান একজন কাশ্মীরি বিশেষজ্ঞ। ভারত-পাকিস্তান সম্পর্কের দীর্ঘ ইতিহাসের মধ্যে, এটি সবচেয়ে মারাত্মক সংঘর্ষের মধ্যে একটি হতে পারে, যেটি কাশ্মীরের সাধারণ মানুষের জন্য আরও বিপদজনক হয়ে উঠেছে।
এছাড়া, অনেক কাশ্মীরি মনে করছেন যে তারা যুদ্ধের ফলশ্রুতিতে একমাত্র শিকার। ‘তারা আমাদের কিছুই ভাবছে না। আমরা যুদ্ধের মধ্যে পড়তে চাই না,’ বলে জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা।
মিলিটারি সংঘর্ষের মধ্যেও, কাশ্মীরি জনগণ তাদের জীবনের শান্তি ফিরে পেতে চাইছে, তবে এটি এখন তাদের হাতে নেই। যুদ্ধের সুরঙ্গের দিকে চলতে চলতে, একটাই আওয়াজ উঠছে, ‘আমরা যুদ্ধ চাই না।’
সূত্রঃ https://aje.io/rbofv6
আরশি