ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে রিপাবলিকানদের দুই শিবিরে উত্তেজনা

প্রকাশিত: ০৮:৪৩, ৩ জুলাই ২০২৫

ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে রিপাবলিকানদের দুই শিবিরে উত্তেজনা

ছ‌বি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে ‘বিগ বিউটিফুল বিল’ ঘিরে। এই বিলটি পার্লামেন্টে আলোচনার জন্য তোলা হবে কি না— তা নিয়েই রিপাবলিকান দলের ভেতর দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে।

বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ভোট চলছে, যার মাধ্যমে ঠিক হবে বিলটি আলোচনা পর্যায়ে যাবে কি না। কিন্তু এরই মধ্যে চারজন রিপাবলিকান প্রতিনিধি এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনজন প্রতিনিধি ভোট থেকে সরে গেলেই প্রস্তাবটি এগোবে না, তাই পরিস্থিতি বেশ সংকটাপন্ন।

তবে এখনো ভোট প্রক্রিয়া শেষ হয়নি এবং অতীতে দেখা গেছে শেষ মুহূর্তে অনেকেই তাদের অবস্থান পরিবর্তন করেছেন। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

মূল দ্বন্দ্বটি রিপাবলিকান দলের অভ্যন্তরেই। একদিকে আছেন রক্ষণশীল সদস্যরা, যারা জাতীয় বাজেটে অতিরিক্ত তিন ট্রিলিয়ন ডলার ঘাটতির বিরোধিতা করছেন। অন্যদিকে, দলটির মধ্যপন্থীরা বিরোধিতা করছেন মেডিকেইড এবং দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির ওপর কঠোর কাটছাঁটের। মেডিকেইড যুক্তরাষ্ট্রের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি।

দিনভর এই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলেছে। পরিস্থিতি আরও জটিল করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা ও চাপ। তিনি এই বিলটি পাশ হবে বলেই আশাবাদী, এবং জানিয়েছেন, আজ রাতেই একটি চূড়ান্ত ভোট হতে পারে।

তবে সবকিছুই এখনো অনিশ্চিত। রাতভর আলোচনা ও দর কষাকষি চলতে পারে।

যদি এই বিলটির বর্তমান সংস্করণ হাউজে পাশ না হয়, তাহলে এর কিছু অংশ পরিবর্তন করে আবার পেশ করা হতে পারে। তখন বিলটি আবার সিনেটে পাঠাতে হবে, এবং পুরো প্রক্রিয়া আবার শুরু হবে। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এই বিল নিয়ে নতুন করে পুরো প্রক্রিয়া শুরু করতে চান না। তার ইচ্ছা, এই বিলটি স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ শুক্রবারই তিনি আইনে পরিণত করবেন।

সূত্র: আল জাজিরা

এম.কে.

×