ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পরিদর্শন শেষে বিডা চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দরের চেহারা পাল্টে দেবে বে-টার্মিনাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২২:৪১, ৮ মে ২০২৫

চট্টগ্রাম বন্দরের চেহারা পাল্টে দেবে বে-টার্মিনাল

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম চট্টগ্রাম বন্দর বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আসিক চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল চট্টগ্রাম এলাকার সবচেয়ে বড় প্রকল্প। এটা যখন হয়ে যাবে তখন এই এলাকার চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে। 
বৃহস্পতিবার সকালে পতেঙ্গায় লালদিয়া টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে বে-টার্মিনালে আসেন বিডা চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। বক্তব্যে তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এর সম্প্রসারণের জন্য সরকার গৃহীত নানা পরিকল্পনা ও পদক্ষেপ তুলে ধরেন। 
বিডা ও বেজা চেয়ারম্যান বলেন, সিঙ্গাপুরও আমাদের সময়ে স্বাধীন হয়ে আজ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে গেছে এবং এ চলে যাওয়ার পেছনে তাদের পোর্টের কন্ট্রিবিউশন বেশি। তারা একটা ট্রেডিং হাবে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান পিএসএ খুবই ভালো ও অভিজ্ঞ।  তারা সে অভিজ্ঞতা নিয়ে আসবে। 
পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি এক বিলিয়ন ডলার করে এ প্রজেক্টে ইনভেস্ট করবে। সুতরাং আমরা প্রায় ২ বিলিয়ন ডলারের মতো একটা ফরেন ডাইরেক্ট  ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাব। এটা গ্র্যাজুয়েলি আসবে। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে কিছু কাজ করছি। যেটা ব্রেক ওয়াটার হবে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে হবে। আর এডিবি আমাদের সঙ্গে কাজ করবে। আশা করছি, ২০৩০ সালের মধ্যে এসব পোর্র্ট চালু করতে পারব। 
কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। যদি তা হয় তাহলে তাদের সঙ্গে ২৫ হাজার ফ্যামিলি। তার মানে আমরা তো ইজিলি বলছি, একলাখ লোক এ এলাকায় এসে থাকা শুরু করবে, এ এলাকায় কাজ করবে। তাদের বাসস্থান, চিকিৎসা, যাতায়াতের ব্যবস্থা এবং শিক্ষাÑ এই পুরো প্লানিংটাও আমাদের ওভারঅল পিকচারের মধ্যে নিয়ে আসা উচিত। 
এ সময় বিডা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, উপ-প্রেস সচিব মো. আবুল কালাম মজুমদার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এবং বন্দরের দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তারা।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলেন, বে-টার্মিনালই হবে আসল সমুদ্র বন্দর। এখনই ১৩ মিটার ড্রাফটের জাহাজ এসেছে পাশে। এটি যুগান্তকারী একটি উন্নয়ন হবে। এখানে ২৫ হাজার কর্মসংস্থান হবে। এখানে মোট চারটি টার্মিনাল করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে তিনটি অ্যাপ্রুভ হয়েছে। টার্মিনাল-১ করবে পিএসএ সিঙ্গাপুর, টার্মিনাল-২ করবে ডিপি ওয়ার্ল্ড এবং টার্মিনাল-৩ আমরা করব ওপেন টেন্ডারের মাধ্যমে। এখানে প্রতিযোগিতা করে যে কেউ আসতে পারে। 
বিডা চেয়ারম্যান এদিন দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসনে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে আলোচনায় অংশ নেন। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সামগ্রিক বিষয়ে ব্রিফ করেন।

×