ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জম্মু-কাশ্মীরে সাইরেন ও ব্ল্যাকআউট

প্রকাশিত: ২২:০৮, ৮ মে ২০২৫; আপডেট: ২২:১০, ৮ মে ২০২৫

জম্মু-কাশ্মীরে সাইরেন ও ব্ল্যাকআউট

ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে হঠাৎ করে সাইরেনের শব্দ এবং পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন (ব্ল্যাকআউট) হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকেই অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।


ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পাকিস্তান জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটসহ মোট ১৫টি শহরে ভারতীয় সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।


ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের এই হামলার জবাবে একই মাত্রার পাল্টা হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ভারতের পক্ষ থেকেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।


এনডিটিভি-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং বেশ কয়েকটি পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই নিস্ক্রিয় করা হয়েছে। তবু জম্মু-কাশ্মীরে ব্ল্যাকআউট এবং সাইরেন বাজার মতো ঘটনা ইঙ্গিত দেয়, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ও যুদ্ধের কাছাকাছি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
এসএফ 

×