ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ঢাকা থেকে নোয়াখালী

রেজিস্ট্রি চিঠি আসতে সময় লাগে ১২ দিন!

নিজস্ব সংবাদদাতা, চাটখিল

প্রকাশিত: ২২:২২, ৮ মে ২০২৫

রেজিস্ট্রি চিঠি আসতে সময় লাগে ১২ দিন!

রেজিস্ট্রি চিঠি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের শুনানির ধার্য দিনের একদিন পর শুনানিতে হাজির হওয়ার চিঠি আসে নোয়াখালীর চাটখিল উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের পরিবারের কাছে! এতে ওই পরিবার শুনানিতে অংশগ্রহণ করতে পারেনি। 
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের মেয়ে হাছিনা আক্তারের একটি আবেদনের শুনানি ৫ মে সোমবার মন্ত্রণালয় ধার্য করে ২৪ এপ্রিল রেজিস্ট্রি ডাকে চিঠি প্রেরণ করে। ওই চিঠি ডাক বিভাগ প্রাপকের কাছে ৬ মে পৌঁছায়। শুনানির ধার্য দিনের একদিন পর চিঠি পাওয়ায় মুক্তিযোদ্ধার পরিবার শুনানিতে অংশগ্রহণ করেত পারেনি। 
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার বিকেলে চাটখিল পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করলে তিনি চিঠি বিলিকারী আবদুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন। পরে আবদুর রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ৫ মে চিঠিটি তার হাতে এসে পৌঁছায় এবং ৬ মে প্রাপকের কাছে তিনি চিঠি পৌঁছিয়ে দেন। ঢাকা থেকে নোয়াখালীতে রেজিস্ট্রি চিঠি আসতে ১২ দিন কেন সময় লাগছে তার জবাব ডাক বিভাগের কারও জানা নেই!

×