ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দাউদকান্দিতে বোরো ধান সংগ্রহ শুরু

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২২:১৮, ৮ মে ২০২৫

দাউদকান্দিতে বোরো ধান সংগ্রহ শুরু

কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ

কুমিল্লার দাউদকান্দিতে বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে দাউদকান্দি উপজেলা খাদ্য বিভাগ।  
বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলা খাদ্যগুদাম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য)  শাহাদাৎ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম জাহাঙ্গীর সুমন।

কুড়িগ্রামে ধান ও চাল সংগ্রহ শুরু
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বৃহস্পতিবার  দুপুরে  ধান ও চাল সংগ্রহ শুরু হয়। উপজেলা খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন, মিলার সমিতির সভাপতি মাহাবুবার রহমান, অটো রাইস মিলার মুকুল, ব্যবসায়ী সাজু ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।

×