ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে রেশম চাষের প্রশিক্ষণ শুরু

এ রহমান মুকুল, পঞ্চগড়

প্রকাশিত: ১৮:১২, ৮ মে ২০২৫; আপডেট: ১৮:২২, ৮ মে ২০২৫

পঞ্চগড়ে রেশম চাষের প্রশিক্ষণ শুরু

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে রেশম চাষের প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) জেলার বোদা উপজেলার সাকোয়া রেশম সম্প্রসারণ কেন্দ্রে এই প্রশিক্ষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) মহাপরিচালক শফিকুল ইসলাম। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, রংপুর কেন্দ্রের উপপরিচালক মাহবুব-উল-হক, পঞ্চগড় কেন্দ্রের ম্যানেজার আ: মান্নান। ২৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণে ২৫ জন রেশম চাষি অংশ নিচ্ছেন। 

এসময় মহাপরিচালক রেশম চাষিদের নানা দিক নির্দেশনা দেন। পাশাপাশি রেশম গুটির মূল্য বৃদ্ধি এবং সময় মতো টাকা পরিশোধের দাবি জানান রেশম চাষিরা। 

বাংলাদেশ রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড অর্থায়ন করছে।

মিরাজ খান

×