ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠিত

নিজস্ব সংবাদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২৩:৩৮, ৮ মে ২০২৫

নেত্রকোনায় নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠিত

ছবিঃ প্রতিবেদক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নেত্রকোনায় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান আঙ্গুর হোসেন ও সাংবাদিক এবং প্রাবন্ধিক সঞ্জয় সরকার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর।

পরে উদীচী পরিচালিত হায়দার-শেলী স্মৃতি সঙ্গীত বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সমবেত গান, নৃত্য ও আবৃত্তি। এছাড়া একক গান পরিবেশন করেন নারায়ণ কর্মকার, তন্দ্রা রায়, তনুশ্রী সরকার ও অরিত্র নিভা দে।

এর আগে বিকেল ৫ টায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ স্থানীয় রবীন্দ্র চর্চাকেন্দ্রে রবীন্দ্রজয়ন্তীর পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেও সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট পূরবী সম্মানিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবোজ্যোতি রায় জনির পরিচালনায় আলোচনা, সঙ্গীত, নৃত্য এ আবৃত্তি অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক মতীন্দ্র সরকার।

আরশি

×