
গত ১৬ বছরজুড়ে দেশে ধারাবাহিকভাবে গণহত্যা চালানো হয়েছে এবং প্রতিদিনই কোথাও না কোথাও কাউকে না কাউকে হত্যা করা হয়েছে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা ডাকাতের গ্রামে পরিণত করেছিল, তাদের এই বিশ্ববিদ্যালয় আর কখনোই গ্রহণ করবে না।”
তিনি আরও বলেন, “একটি দেশের আদর্শকে বিলীন করে অন্য একটি দেশের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে একাধিক দফায় গণহত্যা চালানো হয়েছে। শাপলা চত্বরে দৃশ্য সরাসরি সম্প্রচার করার অপরাধে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, পরে ইসলামিক টিভিও বন্ধ করে দেওয়া হয়।”
তরুণ প্রজন্মের এই জনপ্রিয় নেতা আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বন্ধ হওয়া সেই মিডিয়াগুলো পুনরায় চালু করে ক্ষতিপূরণ দেওয়া। শাপলা চত্বরে যা ঘটেছিল, সেটি ‘অপারেশন সিকিউর’ ছিল না, বরং ‘অপারেশন কিলিং’ ছিল। গণহত্যার যারা মূল পরিকল্পনাকারী ও মদদদাতা, তারাও এখন পার পেয়ে যাচ্ছে।”
বাংলাদেশে সংগঠিত প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত 'জুলাই যোদ্ধাদের' ফিরে যাওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, “গাছ কাটার বিরুদ্ধে টকশোতে যারা অশ্রু ঝরাত, তারা আলেমদের রক্ত ঝরার সময় নীরব থেকেছে। এরা বাংলাদেশে একটি মানবিক সমাজ নয়, বরং একটি পাশবিক সমাজ গড়ে তুলতে চেয়েছিল।”
নুসরাত