
ছবিঃ সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি। তার এ প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। অপরদিকে, ভারত সরকারের উদ্যোগে দিল্লিতে সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি চলছে।
এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “হামলার প্রতিফল ভারতকে ভোগ করতেই হবে।” কাশ্মীর সীমান্তজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে; প্রাণভয়ে বাড়িঘর ছাড়ছেন বহু মানুষ।
পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে ভারত সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী। তারা দাবি করেছে, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এবং এতে সংযম দেখানো হয়েছে। তবে বাস্তবে এতে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই হামলার রেশ কাটতে না কাটতেই বুধবার নিয়ন্ত্রণ রেখা জুড়ে তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তান। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যাচ্ছেন।
এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এটা খুবই ভয়াবহ পরিস্থিতি। আমি উভয় দেশকেই জানি এবং আমি চাই তারা শান্তিপূর্ণ উপায়ে এটি সমাধান করুক।” তার এই মধ্যস্থতামূলক অবস্থান ইসলামাবাদ ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, যদি ভারত আর হামলা না চালায় এবং পেহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তে রাজি হয়, তাহলে পাকিস্তানও উত্তেজনা না বাড়ানোর চেষ্টা করবে। পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানান, চলমান সংঘাতের মাঝেই ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে।
মারিয়া