
ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। আজ বৃহস্পতিবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
জয়শঙ্কর বলেন, ২২ এপ্রিল পহেলগাম হামলার পর, ভারত ৭ মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, “আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে যদি আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমরা খুব কড়া জবাব দেব, এতে কোনো সন্দেহ নেই।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে জয়শঙ্কর বলেন, “প্রতিবেশী এবং ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা জরুরি।”
শিহাব