ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সকালের স্তব্ধতা ভাঙল হেলিকপ্টার দুর্ঘটনায়, ভারতে প্রাণ গেল ৪ জনের

প্রকাশিত: ১১:৫৯, ৮ মে ২০২৫

সকালের স্তব্ধতা ভাঙল হেলিকপ্টার দুর্ঘটনায়, ভারতে প্রাণ গেল ৪ জনের

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী এলাকায় বৃহস্পতিবার (৮ মে) সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন পর্যটক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন। দুঃখজনকভাবে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান, বাকি দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

জানা গেছে, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে পর্যটকদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গঙ্গনানির দিকে সড়কপথে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ উদ্ধার অভিযানে নামে স্থানীয় বাসিন্দারা, পুলিশ, সেনাবাহিনী, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF), কুইক রেসপন্স টিম এবং ১০৮ অ্যাম্বুলেন্সসহ প্রশাসনের সংশ্লিষ্ট ইউনিটগুলো।

 

 

 

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে শোক জানিয়ে লেখেন, “যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।” তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দিতে এবং দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

আঁখি

×