ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বেগম খালেদা জিয়ার ফিরে আসা বিএনপিকে চাঙ্গা করবে, সংস্কারেও আনবে গতি: আশরাফ কায়সার

প্রকাশিত: ১৪:৩২, ৮ মে ২০২৫; আপডেট: ১৪:৩২, ৮ মে ২০২৫

বেগম খালেদা জিয়ার ফিরে আসা বিএনপিকে চাঙ্গা করবে, সংস্কারেও আনবে গতি: আশরাফ কায়সার

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার সম্প্রতি এক টকশোতে বলেছেন, বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসা শুধু বিএনপির জন্যই নয়, পুরো রাজনৈতিক প্রক্রিয়ার জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি দেশে নির্বাচনসহ নানা প্রক্রিয়াকে প্রভাবিত করবে। বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে, এবং সংস্কারের আলোচনা একটি ‘লিফ ফ্রগ’-এর মতো দ্রুতগতিতে এগোতে পারে।”

আশরাফ কায়সার জানান, বর্তমান রাজনীতির সবচেয়ে বড় সংকট অপরাজনীতি। “কমিটি গঠন নিয়ে কে সেক্রেটারি, কে প্রেসিডেন্ট হবে—এইগুলো রাজনীতিবিদদের বিষয়। কিন্তু অপরাজনীতি হচ্ছে খুন, চাঁদাবাজি, দখলদারিত্ব, যা আমাদের রাজনৈতিক সংস্কৃতির গভীরে ঢুকে গেছে,” বলেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সাল রাজনীতিতে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। “বিএনপির মতো একটি বড় দল যদি সংস্কারের উদ্যোগ নেয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আসতে পারে,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছয় বছর ধরে চিকিৎসার জন্য যথাযথ সুযোগ পাননি। যে সরকার এভাবে একজন প্রবীণ নেত্রীর সঙ্গে আচরণ করেছে, ইতিহাস তার বিচার করবে।”

এছাড়া আশরাফ কায়সার বলেন, “তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের ব্যাপার। তিনি ফিরে এলে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন আরও বেগ পাবে। আমি মনে করি, সঠিক নেতৃত্বের জন্য তার ফিরে আসাটাও অত্যন্ত জরুরি।”

তথ্যসূত্রঃ https://youtu.be/nPmI8sBw1xg?si=o5Ce9UWgWmvmdvFP

মারিয়া

আরো পড়ুন  

×