
ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনি উপজেলার ক্রোকিরচর আকিমুননেছা বালিকা দাখিল মাদ্রাসার বহুতল ভবনের নির্মান কাজ দীর্ঘদিন যাবত ফেলে রেখে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা লাপাত্তা রয়েছেন। এতে করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়ে আসছে।
এদিকে ওই মাদ্রাসার বহুতল ভবনের নির্মান কাজ দ্রুত শুরু করার দাবিতে এক মানববন্ধন কর্মসুচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আজ বৃহস্পতিবার সকালে নির্মানাধীন ভবনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মো. আলতাফ হোসেন, মো. বনী আমিন, মোসাঃ সেলীনা পারভীন, রেহেনা মমতাজ, মো. কামাল হোসেন, শিক্ষার্থী সানজীদা, মারিয়া, মার্জিয়া, রাবেয়া ও নুপুরসহ স্থানীয় বেশ কিছু অভিভাবকবৃন্দ। অপরদিকে বহুতল ভবনের নির্মান কাজ শুরু না করা হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মানববন্ধনকারীরা। শিক্ষক মো. আলতাফ হোসেন ও মো. বনী আমিনসহ বেশ কয়েকজন মানববন্ধনকারী বলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার মাদ্রাসার বহুতল ভবন নির্মান কাজের শুরুতে ব্যাপক অনিয়ম করেছে। এবং বর্তমানে কাজ ফেলে রেখে প্রায় এক বছর যাবত তিনি লাপাত্তা রয়েছেন। যার কারনে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। তাই মাদ্রাসার বহুতল ভবনের নির্মান কাজ দ্রুত শুরু করার জন্য প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই। তবে কাজ দ্রুত শুরু না করা হলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দিবো আমরা।
এ ব্যপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, মাদ্রাসার নির্মান কাজ দ্রুত শুরু করার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
আসিফ