ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

প্রশাসনের অভিযান: আ’লীগ নেতার মাটির সাম্রাজ্যে ধ্বংস হল চার ড্রেজার, ধরা পড়ল দশ ট্রাক

শফিকুল ইসলাম শামীম, নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৯:৩৭, ৮ মে ২০২৫; আপডেট: ১৯:৩৮, ৮ মে ২০২৫

প্রশাসনের অভিযান: আ’লীগ নেতার মাটির সাম্রাজ্যে ধ্বংস হল চার ড্রেজার, ধরা পড়ল দশ ট্রাক

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা শেখ নিজামের মালিকানাধীন মাটির সাম্রাজ্যে এবং উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি ড্রাম ট্রাক আটক ও ৪টি ড্রেজিং মেশিনের পাইপ ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে নেতৃত্বে দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুল রহমান।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন অঞ্চল, বিশেষ করে সবচেয়ে বড় মাটি খনন এলাকা হিসেবে পরিচিত স্থানে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে এসব জায়গা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র শেখ নিজাম।স্থানীয় সূত্রে জানায়, শেখ নিজাম রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে আবাদি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করছেন। শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরও তার এই কর্মকান্ড বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ প্রকাশ অনেকে। এমনকি একাধিক মানববন্ধনেও শেখ নিজামের অবৈধ মাটি খনন কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে অনেক বক্তা উপজেলার সবচেয়ে বড় মাটি খেঁকু শেখ নিজামের অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কথা বলেছেন।

এদিকে উপজেলার প্রশাসনের টানা ৩দিনের অভিযানে শেখ নিজামের নিয়ন্ত্রণাধীন মাটি উত্তোলনের এলাকা থেকে ৫টি মাটি ভর্তি ড্রাম ট্রাক আটক এবং ৩টি ড্রেজিং মেশিনের পাইপ ধ্বংস করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও ৫টি বালুবাহী ড্রাম ট্রাক আটক ও একটি ড্রেজিং মেশিনের পাইপ ধবংস করা হয়েছে। ঢাকা মেট্টো-ট-১৫-১৩৩৭, ঢাকা মেট্টো-ট-২৪-১৭৩৩, ঢাকা মেট্টো-ড-১১-৬৪৯৮, ঢাকা মেট্টো-ট-২০-১৭৮১, ঢাকা মেট্টো-ট-১৬-৮৮৮৯, চট্টো-মেট্টো-শ-১১-৪২৯১। বাকী আকটকৃত ড্রাম ট্রাকগুলো নাম্বার বিহীন।স্থানীয়রা দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন ফোরামে অভিযোগ করে আসছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ নিজাম সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর প্রভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছেন। শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরও তিনি দাপটের সাথে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। তবে অবশেষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় হলেও দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করে স্থানীয়রা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুল রহমান জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন কিংবা নদী ও জলাশয় হতে বালু উত্তোলন বন্ধ করে সড়কে জানমালের নিরাপত্তা ও ক্ষতিরোধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগেও হয়েছে, এখনো হচ্ছে। ভবিষ্যতেও চলবে। তিনি আরোও জানান, অভিযানে আটককৃত মাটিবাহী ড্রাম ট্রাকগুলোর চালকরা পলাতক রয়েছে। মালিকরা আসলে তাদের কাছ থেকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা আদায়সহ সতর্ক করা হবে।

রাজু

×