
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমোরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, বেগম খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ২০৩০’-এ উল্লেখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে সরকারিভাবে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হবে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে তারেক স্মৃতি মিলনায়তনে ‘ট্রাইবাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বসবাসরত সব জাতিগোষ্ঠী যাতে নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম ও সংস্কৃতি চর্চা করতে পারে, সে লক্ষ্যে বিএনপি সর্বাত্মকভাবে কাজ করবে। একই সঙ্গে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, একটি মহল অপপ্রচার চালাচ্ছে যে, বিএনপি নির্দিষ্ট কোনো ধর্ম বা বর্ণের দল। কিন্তু সত্য হলো, বিএনপি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বসবাসরত সব ভাষাভাষী, ধর্ম, সংস্কৃতি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও গোত্রের মানুষের দল।
বিএনপির এই নেতা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের মাধ্যমে সব জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, শুধুমাত্র ভাষা বা ধর্মের ভিত্তিতে কোনো জাতি গড়ে উঠতে পারে না। এজন্যই তিনি বাংলাদেশের অভ্যন্তরে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে স্বীকৃতি দিয়ে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে এবং তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে।
সব জাতিগোষ্ঠীকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, বিএনপি সকলের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর চেয়ারম্যান সুবাস বর্মণ। বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব স্বর্ণকান্ত হাজং প্রমুখ।
নুসরাত