ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন হতাহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২২:০৫, ৮ মে ২০২৫

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন হতাহত

ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ফুশিয়ার রহমান মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার পরিবারের অপর ৪ জন।


বৃহস্পতিবার বেলা ২টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের সাথী অটো রাইস মিলের সামনে  ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ফুশিয়ার রহমান মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত এরাদ আলি মণ্ডলের ছেলে।


প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ বলেন, বেলা ২টার দিকে একটি যাত্রীবাহী ইজিবাইক সাথী অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফুশিয়ার রহমান মন্ডল। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থা  আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে ইজিবাইকটিকে থাকা নিহতের পরিবারের আরও ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন নারী ও ১জন শিশু রয়েছে।


জীবননগর থানার অফিসার ইনচার্জ  মামুন হোসেন বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় ফুশিয়ার রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

রাজীব/রবিউল

×