ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত, মাদকাসক্ত স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৩১, ৮ মে ২০২৫

কলাপাড়ায় অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত, মাদকাসক্ত স্বামী গ্রেফতার

ছবিঃ প্রতিবেদক

কলাপাড়া পৌর শহরের রহমতপুর মহল্লায় মরা খাল থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম হালিমা বেগম (১৭)। এ ঘটনায় পুলিশ তার স্বামী রাসেল ওরফে রানাকে (৩০) গ্রেফতার করেছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার মধ্যরাতে রাসেলকে গ্রেফতার করা হয়। এছাড়া সন্দেহভাজন হিসেবে আরো দুই জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম আরো জানান, নিহতের স্বামী একজন মাদকাসক্ত ব্যক্তি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার সহায়তায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর সঙ্গে আরো কেউ জড়িত কি না তা উদঘাটনের চেষ্টা চলছে। তবে যেখানে খালের মধ্যে হালিমার মৃতদেহ পাওয়া গেছে সংলগ্ন পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে বসে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও পুলিশ অনেক টা নিশ্চিত করেছে। এ ছাড়া ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে কি না তা এখনো  নিশ্চিত করতে পারেনি। অধিকতর সঠিক তদন্তের স্বার্থে পুলিশ এর বেশি গণমাধ্যমকে জানায়নি। এর আগে বুধবার সকালে কলাপাড়া থানা পুলিশ অজ্ঞাত হিসেবে ওই লাশটি উদ্ধার করে। লাশটিতে কাদামাখা ও পচন ধরা ছিল। এমনকি দুর্গন্ধও ছড়াচ্ছিল।

স্থানীয়রা জানান, খালের পাশে দুর্গন্ধ পেয়ে তারা খুঁজতে গিয়ে কাদা ময়লার স্তূপের নিচে ওই নারীর মরদেহ দেখতে পান। মুখ ও শরীরের কিছু অংশ কাদা-ময়লার নিচে আটকা ছিল। তার পড়নে একটি প্রিন্টের ম্যাক্সি ও লাল রঙের পাজামা ছিল। 

লোকজনের ধারণা, কয়েক দিন আগেই হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। নিহত হালিমা নিঃসন্তান ছিলেন। তার বাবার নাম সিকদার দোয়ারি। আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পাতাকাটা গ্রামে বাড়ি। দেড় বছর আগে তাদের বিয়ে সম্পন্ন হয়। স্বামী ভবঘুরে মাদকাসক্ত। তারা কলাপাড়া পৌরসভায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এ ঘটনায় রাতে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। বর্তমানে নৃশংস এই হত্যাকাণ্ডের বিষয়টি সর্বত্র আলোচিত রয়েছে।

 

আরশি

×