
ছবি: দৈনিক জনকন্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি চালের দোকানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে আখাউড়া উপজেলার সড়ক বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারার অধীনে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, বেশ কয়েকটি দোকানে চাল বিক্রয়ের ক্ষেত্রে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিক ও অন্যান্য নিষিদ্ধ মোড়ক ব্যবহার করা হচ্ছে। এতে করে পরিবেশ ও কৃষি উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন।
আইন লঙ্ঘনের দায়ে চারজন দোকানিকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বড় বাজারের মো: শাহজাহান ব্যাপারী (৬৫), সড়ক বাজারের মামুন হোসেন (৩০), ইউসুফ আলী ভূইয়া (৬৯), এবং মো: ইকবাল (৩৩)। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পাট উন্নয়ন কর্মকর্তা মো: হাফিজ উদ্দীন গন্ধী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়ক ব্যবহারে সচেতনতা বাড়াতে এবং আইন বাস্তবায়নে ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান পরিচালিত হবে।
মিরাজ খান