ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ব্যর্থ ভারতের ড্রোন অভিযান! ধ্বংস করলো পাকিস্তান

প্রকাশিত: ১৯:১৮, ৮ মে ২০২৫

ব্যর্থ ভারতের ড্রোন অভিযান! ধ্বংস করলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন কার্যত যুদ্ধের দিকেই এগোচ্ছে। টানা দুই সপ্তাহ ধরে চলা পাল্টাপাল্টি হুমকির পর এবার বাস্তবে রূপ নিয়েছে সংঘাত—ভারত বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের একাধিক স্থানে।

এদিকে বৃহস্পতিবার (৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের আকাশে একটি ভারতীয় বিস্ফোরক-বোঝাই ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের নিকট এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম সামা টিভি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, ১.৫ থেকে ১.৮ মিটার দীর্ঘ ড্রোনটি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগোচ্ছিল। পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী দ্রুত সেটি ভূপাতিত করতে সক্ষম হয়।

এ ঘটনার আগে রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, লাহোর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা পরে ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাতেই রূপ নেয় বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিনে বেশ কয়েকবার ভারত ড্রোন হামলার চেষ্টা করলেও প্রতিবার ব্যর্থ হয়েছে। এদিকে ভারতের হামলার পরপরই দেশটির ৫টি অত্যাধুনিক বিমানসহ একটি সেনা সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে তাদের সেনারা।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পুলওয়ামা হামলার (২০১৯) পর এটিই অঞ্চলের সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ। ভারত হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে। এর জেরে নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে এবং পাকিস্তানের সঙ্গে বেশ কিছু কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ নেয়।

জবাবে ইসলামাবাদও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। সিমলা চুক্তি স্থগিত করে তারা ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং দ্বিপাক্ষিক বাণিজ্য পুরোপুরি বন্ধ ঘোষণা করে।

ফারুক

×