ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতে হামলার অভিযোগ অস্বীকার করল পাকিস্তান

প্রকাশিত: ২১:৩৬, ৮ মে ২০২৫

ভারতে হামলার অভিযোগ অস্বীকার করল পাকিস্তান

ছবি: সংগৃহীত।

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে পাকিস্তানের ‘ক্ষেপণাস্ত্র হামলার’ দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাল্টা আঘাত হানলে তা গোটা বিশ্ব নিজেই টের পাবে—সেজন্য আগাম ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এই বার্তা দেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

তিনি বলেন, “পাকিস্তান যখন পাল্টা আঘাত হানবে, তখন তা জানানোর প্রয়োজন হবে না। সারা বিশ্ব নিজেই তা জানতে পারবে।”

ভারতের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে—পাকিস্তান দেশটির অন্তত ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে—তাকে ভিত্তিহীন ও কাল্পনিক আখ্যা দেন চৌধুরী। তার ভাষায়, “ভারতের এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রের নয়, বরং মঞ্চ কিংবা সিনেমার জন্যই উপযুক্ত।”

চলমান সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে, ভারতীয় দাবিগুলোকে ইসলামাবাদ কতটা গুরুত্বহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মনে করছে।

এদিকে আন্তর্জাতিক মহল দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও পরিস্থিতি এখনো উত্তপ্তই রয়ে গেছে।

সূত্র: জিও নিউজ, এএফপি

নুসরাত

×