ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ব্যবসায়ীদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় 

আল মামুন, জয়পুরহাট 

প্রকাশিত: ০০:২০, ৯ মে ২০২৫

ব্যবসায়ীদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় 

ছবি: জনকণ্ঠ

জয়পুরহাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন  বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। 

বৃহস্পতিবার (৮ মে)  দুপুরে  জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত ব্যবসায়ীদের সাথে এ  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে  ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা  ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে  বদ্ধপরিকর।

এসময় সভায় আরও  বক্তব্য রাখেন জেলা বিএনপি'র আহবায়ক গোলজার হোসেন, সিনিয় যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম  আব্দুল ওহাব, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারী ও আনোয়ারুল হক সহ অন্যরা।

শহীদ

×