ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আলোচিত নতুন কমিটির সংবাদ সম্মেলন

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০০:২১, ৯ মে ২০২৫; আপডেট: ০০:২২, ৯ মে ২০২৫

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ এনে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নতুন ঘোষিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার শেষ বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য ঘোষিত কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, ‘নিষ্ঠার সাথে ছাত্রদলের রাজনীতি করে আসছি। দলের দুঃসময়ে পাশে ছিলাম। এখনও আছি। আগামিতেও থাকবো। যোগ্যতার ভিত্তিতে থানা, উপজেলা বিএনপি, জেলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্তে কলেজ ছাত্রদলের কমিটিতে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পদ বঞ্চিত ছাত্রদলের একাংশ কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে। গত ৭ মে কমিটি বিলুপ্ত চেয়ে তারা সংবাদ সম্মেলন করেছে। এরা পদ পদবী বঞ্চিত ছাত্রদলের একাংশ। তাদের আনা অভিযোগ আদৌ সত্য নয়।

রবিউল আরও বলেন,‘আমিসহ কমিটির সদস্যদের কেউ কখনও ছাত্রলীগ করিনি। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের একটি চক্র ছাত্রদলের কমিটিকে বিতর্কিত করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট পোস্ট দিয়ে দলীয় এবং পারিবারিক ভাবমূর্তি ক্ষুণ্ণের পায়তারা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবির বিষয় ব্যাখ্যা দিয়ে এই নেতা বলেন, ‘২০২৩ সালে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি রাষ্ট্রীয় প্রোগ্রামে জোর করে তাকে নিয়ে যায়। ওই প্রোগ্রামের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এটি পরিকল্পিত য়ড়যন্ত্র। এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আলোচিত প্রচার সম্পাদক সাকিব আল হাসান রাফি বলেন, ‘আমি কখনও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। ফেসবুকে যে কমিটির কাগজ দেখানো হচ্ছে এই বিষয় আমি কিছুই জানি না। বুধবার যা এই প্রথম আমার দৃষ্টিগোচর হয়েছে। মূলত: আমার সহকর্মী ছাত্রদলের বন্ধুরা প্রত্যাশিত পদ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে নবগীটত কমিটিকে বিতর্কিত করতে এসব করছে। চালাচ্ছে অপপ্রচার। সিনিয়র নেতারা আমাদের শ্রম, দলের প্রতি  দীর্ঘদিনের ত্যাগ বিবেচনায় নিয়ে এই কমিটি ঘোষণা করেছেন।’ সবাইকে সংঘটিত করে ছাত্রদলকে আরো শক্তিশালী করা হবে বলে জানান তারা। সংবাদ সম্মেলনে নবগঠিত ছাত্রদলের কমিটির বেশিরভাগ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

রাজু

×