ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

নিজস্ব সংবাদাতা, নেত্রকোনা।

প্রকাশিত: ০০:১৬, ৯ মে ২০২৫

নেত্রকোনায় ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ধান ক্ষেত থেকে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। রুবেল ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি একটি ধান ক্ষেতে বস্তা দিয়ে বাঁধা অবস্থায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাত ১২টার পর থেকে রুবেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার বিকেলের দিকে কয়েক শিশু ধান ক্ষেতের পাশের জলাশয় থেকে মাছ ধরতে যাওয়ার সময় লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

নিহতের বাবা আবুল কাসেম বলেন, বুধবার রাত সাড়ে ৮টায় রুবেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের ধারণা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

রিফাত

×