ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিতর্কিত মন্তব্যে জড়ালেন সোনু নিগম, নিষিদ্ধ করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি

প্রকাশিত: ২২:০৭, ৮ মে ২০২৫; আপডেট: ২২:০৭, ৮ মে ২০২৫

বিতর্কিত মন্তব্যে জড়ালেন সোনু নিগম, নিষিদ্ধ করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি

বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম সম্প্রতি একটি কনসার্টে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন, যার ফলে তাকে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হলো। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি, বিশেষ করে কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স সোনু নিগমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে, এখন থেকে কোনো কন্নড় প্রকল্পে সোনু নিগমের সাথে কাজ করা যাবে না।

ঘটনাটি ঘটে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি কনসার্টে। সেখানে এক ছাত্র সোনু নিগমকে কন্নড় গান গাওয়ার জন্য অনুরোধ করলে তিনি তা অগ্রাহ্য করেন। এরপর সোনু নিগম ওই পরিস্থিতি তুলনা করেন কাশ্মীরে সাম্প্রতিক হামলার সাথে। তার এই মন্তব্য কন্নড় ভাষাভাষী জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সোনু নিগমের গান বা কাজ কোনো কন্নড় ছবিতে আর ব্যবহার করা হবে না। একইসাথে, আসন্ন কন্নড় ছবি ‘কুলাদল্লি কেলিয়াভুদো’-তে সোনু নিগমের গাওয়া গানটি সরিয়ে ফেলা হয়েছে।

গানটির নির্মাতা এক বিবৃতিতে জানান, ‘সোনু নিগম নিঃসন্দেহে একজন প্রতিভাবান গায়ক, তবে কন্নড় ভাষা নিয়ে তার মন্তব্য আমাদেরকে গভীরভাবে মর্মাহত করেছে। আমাদের ভাষাকে যেভাবে অপমানিত করা হয়েছে, তা আমরা কোনোভাবেই সহ্য করতে পারি না। তাই ওই গানটি এখন নতুন গায়কের কণ্ঠে রেকর্ড করা হবে।’

 

রাজু

×