
জেলার পাকুন্দিয়ায় সিএনজি অটোরিকশা-মোটর সাইকেলের সংঘর্ষে শোভন (১৭) ও লাম (১৮) নামে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত দু'জনই পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী।এছাড়া দুর্ঘটনায় নাজিম (২০) নামে একজন সিএনজি যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়ায় এই হতাহতের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার বীর পাকুন্দিয়া নয়াবাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে শোভন ও পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিকের ছেলে লাম মিলে মোটর সাইকেলে করে উপজেলা সদর থেকে মির্জাপুর যাচ্ছিল। পথিমধ্য কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের বরাটিয়া এলাকায় পৌঁছলে একটি কুকুরের সাথে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল থেকে দুই কলেজছাত্র বন্ধু ছিটকে মাঝসড়কে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই শোভনের মৃত্যু হয়। এছাড়া স্থানীয়রা দ্রুত গুরুতর আহত লামকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনা সময় সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৫ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মো. নাজিম পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি জেলার করিমগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন গণমাধ্যমে সড়ক দুর্ঘটনায় দুইজন কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজু