
ছবিঃ সংগৃহীত
৫ তারিখের আগের পুলিশি এখন পুলিশের মাথায় নাই বলে মন্তব্য করেছেন নাটোরের পুলিশ সুপার।
তিনি বলেন, আবু সাঈদ পাখির মত ডানা মেলে হাত ছড়িয়ে দিয়েছিল তার আবেগ থেকে, আসলেই কি সে তার জীবন দিতে চাচ্ছে! আবেগ থেকে সে এমন করেছিল। আমরা গুলি করতে পারি না, কোনভাবেই পারি না। ৫ তারিখের আগের পুলিশি তাদের মাথায় নাই এখন।
তিনি আরো বলেন, আবু সাঈদকে যে গুলি করেছে ২ জন, ৫জন বা ২০জন না, একজন পুলিশ গুলি করেছে। একজন পুলিশের গুলির কারণে ৫ তারিখ ঘটেছে বলা যায়। পুলিশের গুলি করার সাথে আমরা কোন পুলিশ একমত না। কারণ আমাদের আইনেই বলা আছে, তাকে ওই মুহুর্তে গুলি করা যাবে না। কারণ সেতো পুলিশকে আঘাত করতেছে না, তার হাতে কোন আগ্নেয়াস্ত্রও নাই। তার হাতে একটা গাছের ডাল ছিল, সে দুই হাত মেলে দিয়েছিল তার আবেগ থেকে। আমি পুলিশ, অনেক জায়গায় প্রশিক্ষণ নিয়েছি আমরা। আমি গুলি করতে পারি না কোনভাবেই।
গুলি করা যাবে, তার নির্দিষ্ট নিয়ম আছে। যখন আমার জীবন ছিনিয়ে নিচ্ছে, অথবা তার দ্বারা জখম হওয়ার সম্ভাবনা থাকলে, এগুলোর কিছুই আবু সাঈদ করেনি। যেই পুলিশ আবু সাঈদকে গুলি করেছিল তার ওই কাজটা কোন পেশাদারত্বের মধ্যে পড়ে নাই। এই ঘটনার জন্য ইতিহাস পরিবর্তন হয়ে গেছে।
আমি এখানে যেই ব্রত নিয়ে এসেছি সবাই দায়িত্ব পালন করবে, তাদের মাথায় ৫ তারিখের আগের পুলিশি চিন্তা নাই।
রিফাত