
ছবিঃ সংগৃহীত
আজ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত এক জনতা সদস্য রাজপথে হাসনাত আব্দুল্লাহর অবদান নিয়ে কথা বলেন। তিনি বলেন, " হাসনাত আব্দুল্লাহ কে মারলে বাকিরা কী আঙুল চুষবে? হাসনাত আব্দুল্লাহ এই দেশের বীর, তিনি যদি না থাকতেন, আমরা কি মুক্তি পেতাম? তিনি একাধারে আইডল ও এই দেশের অমূল্য সম্পদ। হাসনাত আব্দুল্লাহ শতাব্দীতে একবার জন্মান, তিনি ১০০% সৎ এবং তার মতো মানুষ এ দেশে আরও জন্মানো উচিত।"
তিনি আরও বলেন, "হাসনাত আব্দুল্লাহর অবদান না থাকলে, আজকের স্বাধীনতা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ত। হাজার হাজার ছাত্রের মৃত্যু হয়েছে, শত শত পঙ্গু হয়েছে, তবুও আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়নি, তার বিচার কী? সরকারের কী কাজ, আমরা কি বুঝি না? আওয়ামী লীগকে আর কখনোই এখানে পুনর্বাসন দেওয়া হবে না।"
মারিয়া