ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

স্টেজ ভেঙে দুর্ঘটনা, আহত ৭

প্রকাশিত: ১৭:৪৩, ৯ মে ২০২৫

স্টেজ ভেঙে দুর্ঘটনা, আহত ৭

ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে একটি উন্মুক্ত কনসার্ট ভেন্যুতে মঞ্চ ধসে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। শহরের ঝুঁকি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষা বিভাগ জানায়, তীব্র বাতাসের ঝাপটায় মঞ্চের ধাতব কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

এই মঞ্চটি মা দিবস উপলক্ষে আয়োজিত একটি সংগীতানুষ্ঠানের জন্য স্থাপন করা হয়েছিল।


সূত্র: https://www.reuters.com/world/americas/people-injured-after-stage-collapses-mexico-city-concert-venue-local-media-2025-05-08/

এএইচএ

×