
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের সাম্প্রতিক হামলার যথাযথ জবাব না পাওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর কোনো সম্ভাবনা নেই।
ভারত দাবি করেছে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জম্মু, উধমপুর ও পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে তাদের সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। যদিও এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, পাকিস্তান এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত দেশটি কেবল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বৃহস্পতিবার ভারতীয় ড্রোন হামলায় পাকিস্তানে অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
গত বুধবার থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত মোট ৪৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জন পাকিস্তানি নাগরিক। ভারত দাবি করেছে, তারা পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে "সন্ত্রাসী ঘাঁটি" লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে পাকিস্তানও তীব্র গোলাবর্ষণ শুরু করে।
এই সাম্প্রতিক উত্তেজনার সূচনা ২২ এপ্রিল ভারতের পাহেলগাম অঞ্চলে এক প্রাণঘাতী হামলার পর থেকে, যেটির জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছিল। পাকিস্তান অবশ্য এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এসএফ