ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

না ফেরার দেশে ফাহিম 

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩:১৭, ৯ মে ২০২৫; আপডেট: ২৩:১৮, ৯ মে ২০২৫

না ফেরার দেশে ফাহিম 

মুকসুদপুর সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাহিদুজ্জামান (ফাহিম) আর আমাদের মাঝে নেই। শুক্রবার (৯ মে) বিকাল ৪ টায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর পর, শুক্রবার রাত ১০ টায় মুকসুদপুর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মোঃ নাহিদুজ্জামান (ফাহিম ) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

রাজু

×