ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মার্কিন স্বপ্নে ভাটা? নজর দিন ইউরোপ ও এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর দিকে!

প্রকাশিত: ০০:৫৩, ৮ মে ২০২৫; আপডেট: ০০:৫৪, ৮ মে ২০২৫

মার্কিন স্বপ্নে ভাটা? নজর দিন ইউরোপ ও এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর দিকে!

ছবিঃ সংগৃহীত

উচ্চশিক্ষার কথা উঠলে, অনেকের মাথায় আগে আসে আমেরিকার নাম। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ ধীরে ধীরে আমেরিকা থেকে সরে যাচ্ছে। এর পেছনে বড় কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া কঠিন হয়ে যাওয়া এবং সরকারের নানা ধরনের নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা অন্য দেশে চোখ রাখছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা বাদ দিলে কোন দেশে আছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো?

সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন প্রকাশ করেছে ২০২৫ সালের বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা। সেই তালিকায় আমেরিকার বাইরের টপ ১০০ বিশ্ববিদ্যালয়ের অবস্থান খুবই উল্লেখযোগ্য।

তালিকায় সবচেয়ে ভালো করছে যুক্তরাজ্য (UK)। ব্রিটেনের রয়েছে মোট ১২টি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে সবার শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তারপরে রয়েছে কেমব্রিজ, ইমপিরিয়াল কলেজ লন্ডন, এবং ইউসিএল (UCL)। এই বিশ্ববিদ্যালয়গুলো শুধু ইউরোপ নয়, সারা বিশ্বের শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে।

এদিকে জার্মানির ৮টি বিশ্ববিদ্যালয় এবং চীনের ৭টি প্রতিষ্ঠানও তালিকায় জায়গা করে নিয়েছে। তবে হংকংয়ের প্রতিষ্ঠানগুলো ধরলে চীনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২টিতে। জার্মানির মিউনিখ টেকনিক্যাল ইউনিভার্সিটি, LMU মিউনিখ, এবং হাইডেলবার্গ ইউনিভার্সিটি উল্লেখযোগ্য।

দেশভিত্তিক নয়, অঞ্চলভিত্তিক দেখলে ইউরোপের অবস্থান সবচেয়ে শক্তিশালী। ইউরোপে রয়েছে ৩৬টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। শুধু ব্রিটেন নয়, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসের মতো দেশগুলোর নামও উঠে এসেছে।

আর এশিয়ার মধ্যে চীন, জাপান, সিঙ্গাপুর, হংকং, ও দক্ষিণ কোরিয়া খুব ভালো করছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি ও নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, চীনের চিংহুয়া ও পেকিং ইউনিভার্সিটি, জাপানের টোকিও ও কিয়োটো ইউনিভার্সিটি তালিকায় এগিয়ে।

এছাড়া অস্ট্রেলিয়া ও কানাডা উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। কানাডার টরন্টো, ব্রিটিশ কলাম্বিয়া, ও ম্যাকগিল ইউনিভার্সিটি, এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ও মোনাশ ইউনিভার্সিটি ভালো অবস্থানে আছে।

তবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয় এই শীর্ষ ১০০ তালিকায় নেই, যা বিশ্ব উচ্চশিক্ষায় আঞ্চলিক বৈষম্যকেই তুলে ধরে।

বিশ্বে উচ্চশিক্ষা এখন বহু-মুখী। যুক্তরাষ্ট্রে যাওয়ার বিকল্প হিসেবে ইউরোপ ও এশিয়ার অনেক দেশ নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটা বড় সুযোগ—শুধু মার্কিন মুলুক নয়, সারা বিশ্বেই এখন মানসম্মত বিশ্ববিদ্যালয় ছড়িয়ে আছে।

সূত্রঃ  https://www.visualcapitalist.com/ranked-the-worlds-top-universities-outside-of-the-u-s/

 

আরশি

×