ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা ও সিগারেটসহ মা-ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:০৫, ৯ মে ২০২৫

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা ও সিগারেটসহ মা-ছেলে গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

রাজশাহী নগর পুলিশের চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৩ কেজি গাঁজা, বিভিন্ন ব্যান্ডের ১ হাজার ৩৭৩ প্যাকেট সিগারেট ও নগদ ৬৫ হাজার ২৭২ টাকাসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে।


নগরীর হাজরাপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রওশন আরা (৫৫) ও মো: সুমন (৩৫)। রওশন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী ও সুমন রওশনের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকায় রওশনের বাড়িতে অভিযান চালিয়ে রওশন ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ দশমিক ৭৮৪ কেজি গাঁজা, বিভিন্ন ব্যান্ডের ১ হাজার ৩৭৩ প্যাকেট সিগারেট ও নগদ ৬৫ হাজার ২৭২ টাকা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামুন/রবিউল

×