
ছবি: জনকণ্ঠ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে তাকে ওই কারাগারে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।
তিনি জানান, ডা. সেলিনা হায়াৎ আইভীকে এ কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে প্রবেশ করার পর তার শারীরিক অবস্থা, নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে তাকে নির্ধারিত নিরাপত্তা মধ্যে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার ভোর রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। সকাল ১০টার দিকে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মোস্তাফিজুর/রবিউল